ভিশন : আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের প্রশিক্ষণ প্রদান করে সুশিক্ষিত ও সুদক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যেমে স্বাবলম্বিতা ও স্বনির্ভরতা অর্জন করা এবং সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে স্বাবলম্বিভাবে গড়ে তোলা। কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে স্বাবলম্বি করা। মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ গ্রহণ করে আর্থিকভাবে লাভবান হওয়া। হাঁস-মুরগী গবাদি পশু পালন ও মাছ, সবজি চাষ বৃক্ষ রোপন বিভিন্ন প্রকার প্রশিক্ষণ গ্রহণ ও প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের উন্নতি করা । আনসার প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন সংস্থায় ৩ বছর মেয়াদী অংগীভূত হিসাবে দায়িত্ব পালন করে আসছে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রলিশ বাহিনী এবং বিজিবি ও সেনাবাহিনীকে সহায়তা করে আসছে।
মিশন : আনসার ও ভিডিপি-এর মূল লক্ষ হচ্ছে প্রশিক্ষণমুখী সংগঠন। এই সংগঠন সরকারী খরচে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ প্রদান করে আসছে। বর্তমানে প্রতিটি গ্রামে ১০ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পর্যায়ক্রমে পরিচালিত হবে। অদূর ভবিষ্যতে প্রতিটি গ্রামের ভিডিপি সদস্য সদস্যাদের এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস